Showing posts with label lunar eclipse. Show all posts
Showing posts with label lunar eclipse. Show all posts

Saturday, 6 January 2018

৩১ জানুয়ারী ২০১৮  তারিখ একধারে  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও নীল চন্দ্র

৩১ জানুয়ারী ২০১৮ তারিখ একধারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও নীল চন্দ্র



৩১ জানুয়ারী ২০১৮  তারিখ একধারে  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও নীল চন্দ্র দেখা যাবে ।পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যুক্তরাষ্ট্রের বড় অংশ উত্তর পূর্ব  ইউরোপ, রাশিয়া, এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও অস্ট্রেলিয়া হতে দেখা যাবে । 


পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী চাঁদ সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবীপৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।



চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীতে বাধা পায় ও  চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়। পৃথিবী চাঁদের চেয়ে বড় হওয়ায়, পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠকে পুরোপুরি ঢেকে ফেলে। এই কারণে চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো কোনো অংশে পূর্ণগ্রাস হিসাবে দেখা যায়।


এই পূর্ণগ্রাস বা আংশিকগ্রাস পৃথিবীর সকল স্থান থেকে একই রকম দেখা যায়। কিন্তু পৃথিবীর সকল স্থানে কোনো না কোনো সময় পূর্ণ বা আংশিক গ্রহণ দেখা যায়।

 

এ নিয়ে পৃথিবীর নানা প্রান্তে নানা রকম গল্প সৃষ্টি হয়েছে। কালক্রমে তা ধর্মতত্ত্বে পৌরাণিক কাহিনি হিসেবে যুক্ত হয়েছে। যেমন, হিন্দু পৌরাণিক কাহিনি মতে সমুদ্রমন্থন শেষে উত্থিত অমৃত অসুরদের বঞ্চিত করে দেবতারা পান  করেছিলরাহু (দানব বিশেষদানব বিপ্রচিত্তির ঔরসে ও সিংহিকার গর্ভে এঁর জন্ম হয়) কৌশলে এবং গোপনে অমৃতপান করতে থাকলে, চন্দ্র ও সূর্য এঁকে চিনতে পেরে অন্যান্য দেবতাদের জানিয়ে দেয়এই সময় বিষ্ণু এঁর দুই বাহু মাথা কেটে দেনকিছুটা অমৃত পান করায় এই দানব ছিন্নমস্তক হয়ে অমরত্ব লাভ করেনএঁর মস্তকভাগ রাহু ও দেহভাগ কেতু নামে পরিচিত। 



এরপর থেকে সুযোগ পেলেই রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হয়। কিছুটা গ্রাস করতে সক্ষম হলেও তার কর্তিত দেহ থেকে চাঁদ-সূর্য বেরিয়ে আসে। রাহুর এই গ্রাসকালীন সময়ে চন্দ্র বা সূর্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসব কথা বিজ্ঞানসম্মত নয় ।



আরো তথ্য : চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময় এবং সূর্যগ্রহণ অমাব্যত্সার সময় হয় ।


চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মাঝে পার্থক্য আছে  ।

চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী চলে আসে । ফলে পৃথিবীর ছায়া চন্দ্রে পড়ে এবং চন্দ্র দেখা যায় না ।পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়।

অপরদিকে সূর্যগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে । ফলে সূর্য ঢাকা পড়ে । অমাবস্যায় সূর্যগ্রহণ হয় ।

একই ইংরেজী মাসে দুই বার পূর্ণিমা হলো দ্বিতীয় পূর্ণিমাকে ( নীল চন্দ্র ) Blue Moon বলা হয় । ইংরেজীতে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণকে Blood moon (রক্ত চন্দ্র)ও বলা হয় ।

Tuesday, 27 November 2012

The last lunar eclipse of 2012

The last lunar eclipse of 2012

 A penumbral eclipse of the Moon will occur on November 28-29, 2012.

A penumbra refers to a partially shaded outer region of a shadow that an object casts. A penumbral eclipse occurs when the moon passes through the faint penumbral portion of the earth’s shadow.


The lunar surface is not completely shadowed by the earth’s umbra (darkest part of a shadow). Instead, observers can see only the slightest dimming near the lunar limb closest to the umbra. The eclipse may be undetectable unless at least half of the moon enters the penumbra.

The last lunar eclipse of 2012 is a deep eclipse with a magnitude of 0.9155. It should be easily visible to the naked eye as dusky shading in the northern half of the Moon. People in Alaska, Hawaii, New Zealand, Australia, and Most of Asia can see the eclipse!


Key times for the lunar eclipse: 

Penumbral eclipse starts –12:14:58 UT

Greatest eclipse – 14:33:00 UT

Penumbral eclipse ends - 16:51:02 UT

Please Share This Opportunity So that Everyone Can Enjoy It. :)


Saturday, 18 June 2011

Longest Total Lunar Eclipse, June 15, 2011 (The longest Lunar Eclipse in 100 years)

Longest Total Lunar Eclipse, June 15, 2011 (The longest Lunar Eclipse in 100 years)

A total lunar eclipse occurred at the Moon’s ascending node of orbit on Wednesday, June 15, 2011, with an umbral magnitude of 1.7014. A lunar eclipse occurs when the Moon moves into the Earth's shadow, causing the Moon to be darkened. A total lunar eclipse occurs when the Moon's near side entirely passes into the Earth's umbral shadow. Unlike a solar eclipse, which can only be viewed from a relatively small area of the world, a lunar eclipse may be viewed from anywhere on the night side of Earth. A total lunar eclipse can last up to nearly two hours, while a total solar eclipse lasts only a few minutes at any given place, because the Moon's shadow is smaller. Occurring about 4.1 days after perigee (on June 11, 2011, at 21:40 UTC), the Moon's apparent diameter was larger. This was a relatively rare central lunar eclipse, where the Moon crossed the center of the Earth's shadow. The last time a lunar eclipse was closer to the center of the Earth's shadow was on July 16, 2000. The next central total lunar eclipse occurred on July 27, 2018.