Saturday 4 July 2020

আংশিক চন্দ্রগ্রহণ হবে আগামীকাল ৫ জুলাই ২০২০ তারিখ রবিবার।


আংশিক চন্দ্রগ্রহণ হবে আগামীকাল জুলাই ২০২০ তারিখ রবিবার।

উপচ্ছায়া গ্রহণ শুরু হবে জুলাই (বিএসটি) ৯টা মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে। তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।

চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। পৃথিবী থেকে দেখলে কিছু সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চাঁদ। এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জুন শুক্রবার হবে ২০২০- দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে জুলাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর।

আরো তথ্য:
জেনে রাখা ভাল :
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এর মধ্যে পার্থক্য:
১. পৃথিবী চন্দ্রের মাঝে যখন সূর্য আসে তখন চন্দ্রগ্রহণ হয়।
একইভাবে পৃথিবী সূর্যের মাঝে চন্দ্র আসলে সূর্যগ্রহণ হয়।
২. যখন সূর্যগ্রহণ হয় তখন যেটি ঘটে তা হলো, সূর্যকে যা আড়াল করে দেয় সেটি হল চাঁদ। চন্দ্রগ্রহণ হল ঠিক এর বিপরীত অবস্থা।
৩. সূর্যগ্রহণ হয় অমাবত্সায় বা চান্দ্রমাসের শেষ দিন । চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় বা চান্দ্রমাসের ১৪ বা ১৫ তারিখে ।
৪. সূর্যগ্রহণ দিনের বেলায় টেলিস্কোপে সানফিল্টার লাগিয়ে পর্যবেক্ষণ করতে হয় ।
অপর দিকে চন্দ্রগ্রহণ রাতের বেলা খালি চোখে দেখা যায় ।

কিভাবে চন্দ্রগ্রহণ দেখবেন?
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।



শেয়ার করুন

5 comments:

  1. Best moive download site click here for Moviesdaonline tamil, telugu dubbed hdmp4movies 2022 download ontamilrockers isaimininew film downloadFilmyzilla 2022bollywood movies download filmy4wap direct download link

    ReplyDelete
  2. thanks for sharing this information guys..... it is really very very helpful for me and my team प्ले स्टोर डाउनलोड ... onces again thanks a lots.... love you all...

    ReplyDelete
  3. thanks for sharing this great article plus information on lunar eclipse guys.. it' really great ... विद मेट

    ReplyDelete