Sunday 31 December 2017

সুপারমুন দেখা যাবে নতুন বছরের প্রথম রাতে

সুপারমুন দেখা যাবে নতুন বছরের প্রথম রাতে




 নতুন বছরের প্রথম রাতে বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। জানুয়ারি ২০১৮ তারিখ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যাসুপারমুনহিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে। 

সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে।

এই রাতে চাঁদের বুকে নীল রংয়ের ছায়া দেখা যাবে। এই ধরনের মহাজাগতিক ক্ষণকে সুপার ব্লু মুন বলা হয়ে থাকে। পৃথিবীকে আবর্তনের সময় স্বাভাবিকভাবেই চাঁদ বিশেষ কিছু সময়ে খুব কাছে চলে আসে।

Wednesday 27 December 2017

বিদেশ  হতে সস্তায় ভাল টেলিস্কোপ কেনার সহজ পদ্ধতি

বিদেশ হতে সস্তায় ভাল টেলিস্কোপ কেনার সহজ পদ্ধতি



                                  Easiest way to buy telescope in Bangladesh





বাংলাদেশে ভাল টেলিস্কোপ পাওয়া যায় না । আর পাওয়া গেলেও দাম হয় ১ লাখ টাকার উপরে । আমরা অনেকেই বিদেশ হতে টেলিস্কোপ কেনার চেষ্টা করি । কিন্তু ব্যর্থ হই । কারণ :
১. আমাজান ,ইবে এবং এস্ট্রোনমিক্স নামক বিখ্যাত ইকমার্স সাইটগুলো হতে আমরা টেলিস্কোপ কিনতে ব্যর্থ হই । কারণ আমাদের পেপাল একাউন্ট বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নেই । 



২. অনেক ইকমার্স সাইট বাংলাদেশের লোকদের কাছে টেলিস্কোপ বিক্রি করতে চাইলেও আমরা কিনতে আগ্রহী হই না । কারণ টেলিস্কোপের দামের সমান শিপিং কস্ট দাবি করে । নিচে এমন একটা উদাহরন স্ক্রীনশটের মাধ্যমে ইবে ডট কম হতে তুলে ধরা হলো ।





উপরন্তু বাংলাদেশ টেলিস্কোপটি এসে পৌছলে সরকারের শুল্ক বিভাগকে বড় অংকের ট্যাক্স দিতে হয়  এবং কমপক্ষে ৫ দিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে হয় ।

অনেক সময় দেখা যায়, বিপুল পরিমান টাকা খরচ করার পরও টেলিস্কোপের অনেক পার্টস গায়েব হয়ে যায় বা দেশীয় লোকদের গাফিলতির কারণে টেলিস্কোপের অংশবিশেষ ক্ষতিগ্রস্হ হয়ে থাকে ।

এই অবস্হার একটা গ্রহণযোগ্য সুন্দর সমাধান আমরা বের করেছি  যা উদাহরণসহ উপস্হাপন করছি ।


১. প্রথমে আমাজান ডট কো ডট ইউকে হতে ভাল মানের টেলিস্কোপ বাছাই করুন ।
বাছাই করা সময় লক্ষ্য করুন,  টেলিস্কোপটি  প্রাইম পন্য কি না এবং আমাজান ডট কো ডট ইউকে হতে শিপিং করা হবে কি না ।   




 এই দুইটি শর্ত পূরণ হলে আপনি  ইউআরএল লিংকটি কপি করে রাখুন ।   উদাহরণ স্বরুপ : https://www.amazon.co.uk/Celestron-90-AstroMaster-Refractor-Telescope/dp/B000MLHMBM/ 
পরবর্তীতে আমাদের কাছে   bau88c@gmail.com  এই ইমেইল এড্রেসে এই লিংক মেইল করে পাঠান ।

২.  দেখা গেলো টেলিস্কোপটির দাম 169 পাউন্ড ।  এবং টেলিস্কোপটির শিপিং ওয়েট ১৫.২ কেজি ।





আমরা হিসেবে করে দেখলম টেলিস্কোপটি বাংলাদেশে আপনার বাড়ি পর্যন্ত পৌছাতে ৩২,৮৪৮ টাকা খরচ হবে ।

আমাদেরকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না । ৬০% টাকা আমাদের আগে দিতে হবে । যে দিন ৬০% টাকা দিবেন তার ১৪ দিনের মধ্যে আপনাকে টেলিস্কোপ সরবরাহ করা হবে । টেলিস্কোপটা আপনি পাওয়ার পর আমাদের বাকি টাকা দিলেই হবে ।

169 পাউন্ড-এর টেলিস্কোপ প্রায় ৩৩ হাজার টাকা কীভাবে হলো, তার ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

আমরা ১ পাউন্ড সমান ১২০ টাকা ধরে থাকি  ।

বিদেশ হতে মালপত্র আনার জন্য আমরা প্রতিটা পন্যের কেজি প্রতি ৫৬০ টাকা শিপিং চার্জ রাখি যা ডিএইচএল ও ফেডএক্স কোরিয়ার সার্ভিসের চার্জ হতে কয়েক গুণ কম ।

আসুন তাহলে আপনার টেলিস্কোপটার মূল্য হিসেব করি :




১.   ১৬৯ পাউন্ড   = ১৬৯ গুণ ১২০ টাকা   =  ২০,২৮০ টাকা ।

২. ১৫.২ কেজি ওজনের জন্য শিপিং খরচ = ১৫.২ গুণ ৫৬০ টাকা =  ৮,৫১২ টাকা ।

৩. ট্যাক্স ১৬৯ পাউন্ডের ২০%      = ৪,০৫৬ টাকা ।



 ।

সর্বমোট : ৩২,৮৪৮ টাকা লাগবে আপনার টেলিস্কোপটা ইউকের লন্ডন হতে বাংলাদেশে আনার জন্য ।

এভাবে যে কোন জিনিস ও বই আমাদের মাধ্যমে কিনতে পারবেন ।

সুতরাং টেলিস্কোপ কেনা এখন সহজ ও সাশ্রয়ী । তাহলে আজই আমাদের সাথে যোগযোগ করুন ।

বিস্তারিত জানার জন্য মেইল করতে পারেন :  bau88c@gmail.com         

   আমাদের সাথে থাকার জন্য ফেসবুকে আমাদের পেজে ও গ্রুপে যুক্ত হতে পারেন :





 আলোচিত টেলিস্কোপ সম্পর্ক জানতে এই লেখাটি দেখুন :  http://bangladesh-astronomical-union.blogspot.com/2017/12/telescope-buying-within-35000-taka.html