Recent Posts

Tuesday, 19 November 2024

First time telescope buyer's guide

First time telescope buyer's guide

A question often asked on beginner forums or on reddit astronomy boards is, "What telescope should I get?" or "What is the best beginner telescope?" There's a helpful - if older - article from 2010 by Sky and Telescope that covers some (at the time) sub-$100 telescopes, all of which are more than that now by $10 to $30. That's a good place to start. But sometimes the budget is more (or less!). So what to do from there? There are SO many choice today, it's hard to know what to get. Here are some recommendations I think may help. First, watch these Telescope Basics videos. Even if the telescope is not for you, it will help you understand the types of telescopes and accessories, and what a user may be able to see more easily with one. It will only take half an hour or so. It's well worth the time to choose the best telescope. Second - and this is a recommendation hear a lot - consider binoculars. Or at minimum, leave some budget for a low-cost pair from Amazon (Celestron Cometron 7x50's price in 2020 when I updated this is around $37). I know, I know - astronomy screams "TELESCOPE!" and not binoculars, which seems to offhandedly remark, "Birding? Mountain-viewing? Neighbor-watching?" But if the gift is for YOU, and you want to learn the sky better, they really are helpful supplemental set of optics - they assist in familiarizing oneself with the night sky, finding objects up there, starhopping, and besides that, seasoned amateur astronomers ALWAYS use binoculars. They won't go unused, even after you get a telescope. But I know that's not the first thing on most people's minds. So... where to start if it absolutely must be a telescope - or if binoculars have already been purchased? Let's start with the low-end of the budget. Under $100 telescopes Consider some of the tabletop 76mm reflector Dobsonian type telescopes, such as offered by Celestron, Orion and some other brands. These are so much better than the 50mm refractors of yesteryear. They are solid, stable and provide far more light gathering than 50mm or 60mm refractors - that are often on wobbly tripods. One accessory you most likely MUST add? A barlow lens. The focal length on these is not long - usually around 300mm. That doesn't allow for a lot of magnification even with a 10mm eyepiece (just 30x). So a 3x barlow will get you up to 90x. That's suitable for planets, the Moon and double stars. $100 to $200 telescopes The Sky and Telescope article reviewed telescopes that fall into this category, but there are a couple more I think are worth considering in this price rance. One is the Orion Starblast 4.5, which is an adequately-sized aperture instrument that will gather decent light and show some good objects in the sky. The included eyepieces will net 26x and 75x, so low power and "useful enough for planets" medium magnification is at least included with the telescope. A 2x barlow wouldn't hurt, if there is another $40 or $50 available in the budget though. And functionally, this telescope is similar to the Funscope/Firstscope listed above, just a "bigger brother" version of it - a nice sturdy mount, wide field views, and adequate accessories included. Drawbacks include the short focal length, very fast focal length which will produce coma (this only affects the view near the edge of the field of view), and the three-element eyepieces included. But for the price, it is a very good value in my opinion. Note: I own an Orion Starblast 4.5, and it offers very good, wide-field views of many deep sky objects, and quite clearly in the center of the field. Overall, a good option. And consider building this simple-to-make, $40 tripod to help you with viewing. Since I wrote this article back in 2012, there are several other manufacturers that have similar telescopes. Do consider other manufacturers if you cannot find the Orion one. These are often made by the same Asian telescope manufacturers. On the flip side of that "fast focal length / coma aberration" coin is the Orion Starmax 90 Maksutov Cassegrain telescope. With a much longer focal length and a Mak-Cass design, the aberrations are practically non-existent, and the folded-optical path means a long focal length for higher-magnification viewing. Included eyepieces place the included magnifications at 50x and 125x - useful low-ish power, and a quite-usable higher magnification that is close to most night's limit on magnification of 150x anyway (regardless of telescope, due to atmospheric unsteadiness). Drawbacks are narrower field of view, which can make it harder to locate objects, a smaller aperture than the 4.5 scope, and a star diagonal that can be in an uncomfortably impossible position to view when the scope is pointed overhead at the zenith. And from the looks of it, the diagonal may hit the based before it can even be pointed overhead. But - zenith viewing can be difficult in some scopes anyway, and the recourse to this is... wait an hour or two for the object to rotate to a better position. It's a worthwhile option to consider. $200 to $300 telescopes I have no personal experience with this next telescope, but I have used the mount it comes on. The Celestron Astromaster 90 EQ Refractor appears to be a decent options. It's the first one I've mentioned that has that classic telescope "look": Long tube with the eyepiece at the end. That's partly why this is a qualified recommendation: The tube and scope, while of a focal length that will likely reduce chromatic aberration, is also long enough that it may cause that tripod to be unstable. Now, I have an Orion 90mm refractor the same length that I use on a Celestron mount that is exactly the same - BUT - I built my own tripod. My wood tripod is rock solid; I'm not so sure about the legs on that one. But a 90mm scope can show you a fair amount; I've seen the Crab Nebula (Messier 1) with my Orion (though barely), under my 4.5 magnitude skies. For about $20 more is the Orion version on their own mount (I built mine from various pieces). The Orion Astroview 90mm Equatorial Refractor is a telescope tube I own. The optics are certainly acceptable for an achromatic refractor of this focal length, nicely coated and exhibit only minor chromatic aberration. The focal length, surprisingly, provides not only nice high magnification views, but even decent wide field ones with a 32mm eyepiece. I do have a concern about the Orion tripod, as honestly, it looks a little flimsier than the Celestron - the Orion aluminum ones can be rather shaky and unstable. Note in the picture how the legs are not extened; that is probably the best way to use that, though it also means laying on the ground to view objects overhead - not ideal. One could fill the tripod legs with sand or put a 5 or 8 pound weight on the accessory tray to minimize vibrations, but in either the Celestron 90 or Orion 90's future, a wood new tripod would be the next best accessory to buy. $300 - $400 telescopes At this point, there really is one good option to recommend: An 6" Dobsonian reflector. A large aperture, solid mount, and great all-around performer, it is truly one of the "best bang for the buck" telescopes out there. These are largely made by the same couploe of Asian manufacturers, as with the telescopes listed above. So the optics are generally more than adequate, the differences tend to be in the accessories provides, such as finderscope, focuser and eyepiece(s). They all weigh about the same, and generally cost is in the same neighborhood from each other. For a little more, in the $450 to $550 range, this is where the "Get an 8" Dobsonian for a first telescope" comes into play. From my readings, either the Orion XT8, Zhumell Z8 Deluxe or Apertura AD8 are all worthy options. None are "premium" telescopes, but that are certainly perfectly adequate performers that can provide literally a lifetime of views, and for under $600, that's a pretty great deal if you ask me. Of course, collimation will really be required of these instruments, but that is a skill that can be learned. And Dobsonians, moreso than most other telescopes, are perfect contenders for adding upgrades and improvements. But these can be added over time. Out of the box, they are a great option, able to show both planetary and deep sky views that are of very good performance. If you can make this budget option, it's worth the investment. What I did NOT include - and why You'll notice I have not included any computer telescopes or very short refractors or a single Schmidt Cassegrain telescope. That is not because any of those options are bad, necessarily. But I do not believe that for the price points I have covered, that any of the options available are worth buying in the prices I have covered - anything worth getting costs more. (And if you DO have more to spend, by all means, consider some of the good options in the higher price ranges.) Others may argue that point about what to include in the prices I covered, and are welcome to that opinion. I just think the above options are some of the best options for beginners getting started, without having to worry about learning difficult to navigate computer modules with batteries that can run out or motors than can die, or telecopes that have aberrations that can really ruin the first-time user experience. Think about it: If your batteries die, or the computer breaks, or a motor malfunctions, what can you do with that telescopes? But if it is a manual telescope, you can ALWAYS use it - no batteries or technology needed other than a star map. Many of those other computerized / fancier / short refractor scopes may make great second options; but strongly consider the ones I have listed above as first-time instruments. And avoid the 60mm and 70mm refractors, if at all possible. I have several, and they can be fun to use... on the Moon, and a few (VERY few) bright targets. After that, they wind up collecting dust. Consider the options above, if the scope is to see substantial use beyond the excitement of the first few nights, and the budget is around $500 or less. Got questions? Email me! I appreciate the feedback, and may have even overlooked a good option. And also, I have absolutely no financial relationship with any of the companies I mentioned above, so I don't make any money from any of them, not matter from whom you buy. Writer : David Fuller is a long time amateur astronomer and builder of telescopes and observing items. His Eyes on the Sky YouTube channel has been helping people find "What's up?" in the night sky as well as understand how to use telescope and binoculars since 2010. He advocates for darker nights to not only see more in the cosmos, but for everyone to get better sleep and improve the nighttime environment overall. eyesonthesky com/articles/first-time-telescope-buyers-guide/

Thursday, 20 April 2023

১০০ বছর পর ২০এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিরলতম সূর্য গ্রহণ

১০০ বছর পর ২০এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিরলতম সূর্য গ্রহণ

 









১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ ২০ শে এপ্রিল বৃহস্পতিবার সংঘটিত হতে যাচ্ছে এই বিরল সূর্যগ্রহণ । এই সূর্যগ্রহণ টি হবে পুর্নগ্রাস সূর্যগ্রহণ,অর্থ্যাৎ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে নিবে। একই সময়ে তিন ধরনের গ্রহণ দেখা যাবে বলে একে শংকর সূর্যগ্রহণ বলা হয়। ১০০ বছর পর বিরলতম সূর্যগ্রহণটি আবার ঘটতে চলেছে।

এই সূর্যগ্রহণ কে হাইব্রিড বা শংকর সূর্যগ্রহণ বলে অ্যাখ্যায়িত করেছেন। কারণ এদিন একই সঙ্গে তিন ধরনের গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণকে Ningalu Solar Eclipse-ও বলা হয়ে থাকে।আসুন জেনে নিই, শংকর সূর্যগ্রহণ কী?

যখন তিন ধরনের সূর্যগ্রহণ- আংশিক গ্রহন,পূর্ণগ্রাস এবং বলয়গ্রাস গ্রহণ দেখা যায়, তখন তাকে শঙ্কর গ্রহণ বলে। এই ধরনের গ্রহণ অত্যন্ত বিরল। শঙ্কর সূর্যগ্রহণ ১০০ বছরে একবার দেখা যাবে। এই তিন ধরনের গ্রহণ হলো…

আংশিক সূর্যগ্রহণ

আংশিক সূর্যগ্রহণ, যখন চাঁদ এমনভাবে সূর্যের সামনে দিয়ে যায় যাতে সূর্যের কিছু অংশ চাঁদের ছায়ায় ঢেকে যায় তখন তাকে আংশিক সূর্যগ্রহণ বলে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ

যবলয়গ্রাস সূর্যগ্রহণ, খন চাঁদ এমন দূরত্বে চলে যায় যে এটি সূর্যের ঠিক মাঝখানে থাকে, তখন চাঁদের ছায়া সূর্যের উপর এমনভাবে পড়ে যে সূর্যকে পৃথিবী থেকে আগুনের বলয়ের মতো দেখায়, একে বৃত্তাকার গ্রহণ বলে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সূর্য এবং চাঁদ যখন সম্পূর্ণ সরলরেখায় থাকে, তখন সূর্য পৃথিবীর কিছু অংশে সম্পূর্ণরূপে আবৃত থাকে। পৃথিবীর এই সমস্ত অঞ্চলে দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয় । একে পূর্ণ সূর্যগ্রহণ বলা হয়।

সূর্যগ্রহণের সময়

সূর্যগ্রহণের সময়, আগামী ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, বাংলাদেশ সময় অনুসারে সকাল ৭টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ৫৯ মিনিটে। মোট ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ টি বাংলাদেশ সময় সকাল ৭ টা বেজে ৩৪ মিনিটে শুরু হবে।
বাংলাদেশ সময় সকাল ৮ টা বেজে ৩৭ মিনিটে পূর্ণগ্রাস গ্রহন শুরু হবে।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টা বেজে ১৬ মিনিটে এবং শেষ হবে দুপুর ১১ টা বেজে ৫৬ মিনিটে।
পুরোপুরি শেষ হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টা বেজে ৫৯ মিনিটে।

২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল

২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল লোকদের জন্য দুর্দান্ত চমক রয়েছে। মহাজাগতিক ঘটনা যেমন উল্কাপাত, চন্দ্রগ্রহণ এবং সুপার মুন সারা বছর জুড়ে ঘটবে। প্রায় প্রতি বছর ১২টি পূর্ণিমা হয়। তবে এবার দেখা যাবে ১৩টি। এর মধ্যে দুটি হবে আগস্টে। দ্বিতীয় পূর্ণিমা একটি নীল চাঁদ হবে।

গড়ে প্রতি আড়াই বছরে একটি নীল চাঁদ দেখা যায়। ২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল, স্পেস অবজারভেটরি আর্থস্কাই আগস্টের পূর্ণিমাকে সুপারমুন বলে অভিহিত করেছে। তবে সুপারমুনের সংজ্ঞা ভিন্ন। পূর্ণিমায়, চাঁদ যখন উজ্জ্বল এবং পৃথিবীর কাছাকাছি থাকে, তখন এটি একটি সুপারমুন। সেই হিসাবে, জুলাইয়ের চাঁদকে সুপারমুন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।

ইতিমধ্যে, পৃথিবী ২০২৩ সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে৷ ২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল, ২০এপ্রিল একটি সূর্যগ্রহণ ঘটবে এবং অপরটি পশ্চিম গোলার্ধে সূর্যগ্রহণ ১৪ অক্টোবর হবে। এই ঘটনাটি উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে। অন্যদিকে চন্দ্রগ্রহণ হবে ৫ মে এবং ২৮ অক্টোবর। প্রথমটি আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে। দ্বিতীয়টি ইউরোপ, এশিয়া এবং আমেরিকার কিছু অংশে দেখা যায়।

২০২৩ সালে মোট বারোটি উল্কাবৃষ্টি হবে। প্রথম পর্বটি ৩ এবং ৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়টি এপ্রিল মাসে। এরপর পরপর জুলাইয়ে দুটি, আগস্টে একটি, অক্টোবরে একটি এবং নভেম্বরে দুটি উল্কাপাত হবে। কিন্তু এসব অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে শহুরে আলোক দূষণমুক্ত জায়গায় দাঁড়াতে হবে। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, একটি প্রশস্ত মাঠ বা খোলা জায়গায় যান এবং সোজা উপরে দেখুন। চোখের অন্ধকারের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ২০-৩০ মিনিট। কোন ফোন ছাড়া থাকতে হবে,তারপর আছে চমক।

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল ১৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ, যার অর্থ হল সূর্যগ্রহণ যে স্থানে ঘটবে সেখানে কিছু সময়ের জন্য সূর্য এবং চাঁদের ছায়া থাকবে। তবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহন দেখা যাবে না। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, এই সূর্যগ্রহণ কম্বোডিয়া, চীন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর অন্তর্ভুক্ত করে অঞ্চল, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা থেকে দেখা যাবে।

বাংলাদেশে সূর্যগ্রহণ

বাংলাদেশ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে যেহেতু গ্রহণ টি দেখা যাবে না, তাই বাংলাদেশের মানুষের এ নিয়ে ভাবার কোনো কারণ নেই । সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ। ২০৩০ সালে বাংলাদেশ থেকে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে,এই শতাব্দীতে বাংলাদেশ থেকে কোনো পুরোপুরি সূর্যগ্রহণ দেখা যাবে না,শুধুমাত্র আংশিক দেখা যাবে।

 

আর ধর্মীয় বিষয়গুলো মাথায় রাখলে এ সময় বেশি বেশি নফল নামাজ পড়বেন। কোনো কুসংস্কারে কান দেবেন না।

 

 

Wednesday, 21 December 2022

Tuesday, 20 December 2022