Tuesday 12 January 2016

বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানীর ৫ মহাতারকা আবিষ্কার

বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানীর ৫ মহাতারকা আবিষ্কার








বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. রুবাব খান

একটি সূর্য আর তার চারপাশে আটটি গ্রহ নিয়ে সৌরজগৎ। সূর্যের শক্তিতেই টিকে আছে আটটি গ্রহের এই পরিবার। কিন্তু এমন নক্ষত্রের কথা ভাবা যায় যেটি ১৩ লাখ গ্রহকে টিকিয়ে রাখতে পারে, হতে পারে তাদের শক্তির অন্যতম উৎস!
আমরা যে ছায়াপথে আছি সেই আকাশগঙ্গায় আবিষ্কৃত এরকম একমাত্র সূর্য বা নক্ষত্র হচ্ছে ইটা কারিনা। সূর্যের চেয়ে প্রায় দেড়শ’ গুণ বড় এবং ৫০ লাখ গুণ বেশি উজ্জ্বল এ নক্ষত্রকে ইংরেজিতে বলা হয় সুপার স্টার। বাংলায় বলা যায় মহাতারকা বা বিশাল নক্ষত্র। পৃথিবী থেকে ইটা কারিনার দূরত্ব প্রায় সাড়ে সাত হাজার আলোকবর্ষ। তবে আকাশগঙ্গার বাইরে অন্য কয়েকটি ছায়াপথে ইটা কারিনার আরও পাঁচটি জমজ আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানীরা। আর যুগান্তকারী এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী রুবাব খান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বার্ষিক সভায় পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো এই ঘোষণা দেন মাত্র ২৯ বছর বয়সী  জ্যোতির্বিজ্ঞানী ড. রুবাব খান।
দুটি মহাতারকা মিলে ইটা কারিনা সৌরমণ্ডল গঠিত। বড় তারকাটি সূর্যের চেয়ে এক থেকে দেড়শ’ গুণ বড়, আর তার ছোট সহচরটি সূর্যের চেয়ে ৩০ গুণ বড়। ছোটটি আবিষ্কৃত হয় ২০০৫ সালে।
এ পর্যন্ত এই দুটি মহাতারকার মিলিত শক্তি সম্পর্কেই ধারণা ছিল মানুষের। তবে বাংলাদেশি বিজ্ঞানী রুবাব খান ও তার দল পুরো ধারণাই পাল্টে দিয়েছেন। নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষণার পর অভিনব তথ্য পান তারা। পৃথিবী থেকে দেড় কোটি থেকে দুই কোটি ৬০ লাখ আলোকবর্ষ দূরত্বের মধ্যে ইটা কারিনার কাছাকাছি আকার ও শক্তির আরও অন্তত পাঁচটি সুপার স্টার রয়েছে। নতুন নক্ষত্রগুলোকে ‘ইটার জমজ’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন রুবাব ও তার দল।
নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই মহাতারকাগুলোর খোঁজ পাওয়া গেছে।
বিজ্ঞান বিষয়ক সাময়িকী ইনসাইড সায়েন্সকে নতুন এ আবিষ্কার সম্পর্কে ড. রুবাব খান বলেছেন, ‘প্রথমে আশা করেছিলাম একটি নক্ষত্রের সন্ধান পাওয়া যাবে। তারপর একটার পর একটা পেতে থাকলাম। এভাবে ৫টি সুপার স্টারের সন্ধান পাওয়ার পর বিস্মিত হই।’
১৮৩৮ সালে ইটা কারিনার একটি বিস্ফোরণ থেকে সূর্যের চেয়ে দশগুণ বেশি শক্তি নির্গত হয়। রুবাব খান জানান, ‘ইটা কারিনাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে এখনও কেউ জানেন না, কেন এটি বিস্ফোরিত হয়েছিল। এটি বুঝতে হলে বিজ্ঞানীদের ইটা কারিনার মতো অন্য নক্ষত্র নিয়ে গবেষণা করতে হবে।’

বিস্ফোরণের কারণ হিসেবে রুবাব খান বলেন, ‘এমন বিশাল কোনও নক্ষত্র যখন সুপারনোভা অবস্থায় পৌঁছে তখন তাতে বিস্ফোরণ ঘটে। এ সময় সৃষ্টি হয় জীবন সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। তা ছড়িয়েও পড়ে তখন। এ জন্যই এত বিশাল নক্ষত্র তার আকৃতির কারণে থাকে অস্থিতিশীল।’
বাংলাদেশি তরুণ বিজ্ঞানীর এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। ফেসবুকে অফিসিয়াল পেজে রুবাব খান ও তার দলকে অভিনন্দন জানায় মার্কিন দূতাবাস।
রাজধানীর ঢাকার উদয়ন স্কুল থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন রুবাব খান। ২০০৪ সালে তিনি জ্যোতিঃপদার্থবিদ্যার ওপর পড়াশোনার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে বৃত্তি লাভ করেন। ২০০৮ সালে সেখানে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন পিএইচডি ডিগ্রি। এখন তিনি নাসা গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফেলো।

Friday 1 January 2016

আমরা টেলিস্কোপ কিনছি , আপনি কিনছেন কি ? না কিনলে আজই কিনুন ...

আমরা টেলিস্কোপ কিনছি , আপনি কিনছেন কি ? না কিনলে আজই কিনুন ...



আমরা যারা টেলিস্কোপের জন্য আকাশ পর্যবেক্ষণ করতে পারছি না বা আমাদের শখকে পূর্ণ করতে পারছি না, তাদের উদ্দেশ্যে বলছি –
মাত্র ৫০ হাজার টাকায় আমরা ইচ্ছে করলেই একটা ভাল মানের টেলিস্কোপ সংগ্রহ করতে পারি ।

অনেক বিষয় বিবেচনা করে আমরা Orbinar 203/800 EQ4 Reflector Telescope টা সবাইকে কেনার পরামর্শ দিচ্ছি । টেলিস্কোপ সম্পর্কে জানতে দেখুন :

এই টেলিস্কোপের সাথে আমরা আরো কিছু যন্ত্রাংশ সংগ্রহ করবো । সব মিলিয়ে প্রতিটা সেটের জন্য শিপিং কস্ট সহ আনুমানিক মূল্য  দাঁড়াবে ৫০ হাজার টাকা । আমরা প্রাথমিকভাবে ১০ টা টেলিস্কোপ কেনার পরিকল্পনা করছি । যদি আপনারা বা আপনি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ।

আমরা কেন এই টেলিস্কোপ কিনবো :
১.এই দুরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) দিয়ে খুব সহজেই ৫৬ লক্ষ ৫০ হাজার তারাকে আপনারা আলাদা আলাদা ভাবে দেখতে বা সনাক্ত করতে পারবেন

২.এই দুরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদকে আমরা ৬২৫ মাইল কাছে দেখতে পাবো আমরা চাঁদকে আড়াই লাখ মাইল দুর হতে খালি চোখে দেখতে পাই আমরা খুব সহজেই এটা দিয়ে আমাদের কাছের এন্ড্রমিডা গ্যালাক্সিকে খুব সুন্দরভাবে দেখতে পাবো সৌর জগতের প্রায় সব গ্রহ ও উপগ্রহকে ভালভাবে দেখতে পারবো ।

.নতুন নতুন গ্রহনক্ষত্র আবিষ্কার করে নিজেকে স্মরনীয় করে রাখতে পারবো   মানব সভ্যতায় অবদান রাখতে পারবো

.এই যন্ত্রটা দিয়ে আমরা সরাসরি দুর আকাশের যে কোন বস্তর ছবি এবং দুরের বস্তুর অবস্হা ভিডিও করতে পারবো   জনসাধারণকে প্রজেক্টরের মাধ্যমে দেখাতে পারবো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণসহ মহাকাশের গুরুত্বপূর্ণ ঘটনাকে আমরা সুন্দরভাবে জনসাধারনের কাছে তুলে ধরতে পারবো ।
৫.দিনের বেলায় অনেক দুরের দালান ও স্হাপনার ছবিও অনেক বড় করে দেখা যাবে । এর ফলে আমরা অনেক সময় অনুসন্ধানী সাংবাদিকতায়ও অংশগ্রহণ করতে পারবো ।
৬.স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানাগারে প্রধান উপকরণ হতে পারে এই টেলিস্কোপ । আমরা চাচ্ছি এসব যন্ত্র প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে যাক ।আমাদের সমাজে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণা জনপ্রিয় হোক ।
৭.এমন কি বাংলাদেশেরজাতীয় চাঁদ দেখা কমিটিযে দিন আকাশে নতুন চাঁদ দেখতে পান না, সে দিন এটা ব্যবহার করে আমরা নতুন চাঁদ দেখতে পাবো এবার অক্টোবর ২০১৪ তারিখ কুরবানীর ঈদ হয় অথচ বেশীর ভাগ দেশে   তারিখ ঈদ হয় এই যন্ত্র বেশী বেশী ব্যবহার করলে আগে আগে ঈদের চাঁদ দেখা যাবে এবং এই ব্যাপারে হুজুরদের দিক-নির্দেশনা দেওয়া যাবে ।
৮. এই টেলিস্কোপ্ এতটাই দীর্ঘস্হায়ী হবে যে এটাই হবে আমাদের জীবনের একমাত্র টেলিস্কোপ । এটা ব্যবহার করে আমরা একজন সৌখিন ও পেশাদার জ্যোর্তিবিজ্ঞানী হয়ে উঠতে পারবেন ।
৯. এই দুরবীক্ষণ যন্ত্রটা ও তার সাথের যন্ত্রপাতিগুলোর লাইফ গ্যারেন্টি প্রদান করার মতো করে তেরী করা । এটা বিখ্যাত seben কোম্পানীর দুরবীক্ষণ যন্ত্র ।
১০. এই দুরবীক্ষণ যন্ত্রটার সাহায্যে আমরা নিজরাই অবজারভেটরী বা মানমন্দির তেরী করে এক জন পেশাদার বা সৌখিন জ্যোতির্বিজ্ঞানী হতে পারবো এবং বিদেশে এবিষয়ে কাজ করা লোকদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবো


আমরা এই টেলিস্কোপের সাথে আবশ্যিকভাবে যা পাবো :
1. 203/800 telescope
2. EQ4 mount incl. pole finder
3. Steplessly vertical adjustable aluminium tripod
4. Eyepiece PL4mm
5. Eyepiece PL20mm
6. Protective eyepiece receptacles
7. Erecting eyepiece (terrestrial observation)
8. Barlow lens (doubling of magnification)
9. Protective cap for the tube
9. Protective cap for the accessory socket
11. Counterweight
12. Finder scope

আর যেসব অতিরীক্ত যন্ত্রাংশ সংগ্রহ করবো :
1. Colour Filters and Moon Filter
2. Orbinar WL1 Flexible shafts (2 pieces)              
3. Seben H 6mm eyepiece 31,7mm (1,25)              
4. Seben H 12,5mm eyepiece 31,7mm (1,25)      
5. RA Telescope Motor Drive + Hand Controller M5       

এসবই আমরা সংগ্রহ করবো মাত্র ৫০ হাজার টাকায় । অথচ বাংলাদেশের যে কোন টেলিস্কোপ কেনার দোকান হতে এসব সংগ্রহ করতে হলে আমাদের খরচ করতে হবে ৩ লাখ টাকা ।

আপনারা যারা এটা ক্রয় করতে চান তারা মোবাইল করে বিস্তারিত তথ্য জানতে পারেন । আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নম্বর : 01980010429






Item description:





Make your dreams come true! This telescope is due to its 203mm (8“) aperture and very solid EQ4 mount a telescope which will suit you a lifetime!

It provides sharp and high-contrast images up to a star size of 14M (approximately 5,650,000 stars) - a must for professional astronomers!   










This telescope grants you nearly unlimited possibilities, since its huge aperture of 203mm (8”) makes even the dimmest celestial objects visible.

With this telescope you will spend unforgettable nights observing the beauties of the Deep Sky.

Countless impressive galaxies and Deep Sky objects, which can't even be dreamt of with smaller telescopes, can easily be observed with this telescope.
  



Possible objects of observation:

Jupiter's cloud belts and his four largest Galilean moons (Io, Europa, Ganymed and Callisto) - which already become visible as small disks - as well as the Red Spot

Great Nebula in Andromeda (M31), the Whirlpool Galaxy (M51) and the Omega Nebula (M17)

Saturn's Rings, the Cassini Division as well as Titan, Iapetus, Rhea and Tethys - some of Saturn's outer and middle moons

Phases of Mercury, Mars and Venus as well as many Martian surface details

And many, many more................. 




Specifications :


Aperture: 203mm
Focal Length: 800mm
Faintest discernable stars: visible up to 14M! (approx. 5,650,000 stars)
Eyepieces: 31.7mm (1.25“)
Magnification with Barlow lens: 400x (PL4mm) + 80x (PL20mm)
Magnification with erecting eyepiece: 300x (PL4mm) + 60x (PL20mm)
Magnification: 200x (PL4mm) + 40x (PL20mm)
Mount: EQ4 (motor available as accessory)






Contents of delivery : 

 





 1x 203/800 telescope
1x EQ4 mount incl. pole finder
1x Steplessly vertical adjustable aluminium tripod
1x Eyepiece PL4mm
1x Eyepiece PL20mm
2x Protective eyepiece receptacles
1x Erecting eyepiece (terrestrial observation)
1x Barlow lens (doubling of magnification)
1x Protective cap for the tube
1x Protective cap for the accessory socket
2x Counterweight
1x Finder scope