Monday 21 December 2020

আজ ২১ ডিসেম্বর ২০২০ তারিখ সোমবার সন্ধ্যায় খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহের সংযোগ

আজ ২১ ডিসেম্বর ২০২০ তারিখ সোমবার সন্ধ্যায় খালি চোখে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহের সংযোগ ।

৮০০ বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি আসছে বৃহস্পৃতি ও শনি । 


বৃহস্পতি ও শনি গ্রহের সংযোগের বিরল দৃশ্য খালি চোখেই দেখা যাবে আজ  সন্ধ্যায় । সন্ধ্যায় আকাশে বৃহস্পতি অতিক্রম করবে শনিগ্রহকে। এসময় বৃহস্পতি ও শনি গ্রহের মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে (তুলনায় বলা যায় চাঁদের ব্যাস ০.৫ ডিগ্রি)।

বৃহস্পতি প্রতি ১২ বছরের সূর্যের চারদিকে একবার ঘুরে আসে, শনি গ্রহ ৩০ বছর। যদিও প্রতি ২০ বছর অন্তর এরকম সংযোগ হয়, তবুও সবসময় তা রাতের আকাশে হয় না এবং এত কাছাকাছি আসে না। সেজন্য এই সংযোগ বিশেষ।  

সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম আকাশে উজ্জ্বল বৃহস্পতি সহজেই দৃষ্টিগোচর হবে, এর জন্য দূরবীন লাগবে না। সেটির একটু ওপরেই অপেক্ষাকৃতভাবে কম অনুজ্জ্বল শনিগ্রহ দেখবেন। সূর্যাস্তের এক ঘণ্টার মধ্যেই এই উজ্জ্বল জোড়াগ্রহ দিগন্তে নেমে যাবে, তাই সূর্যাস্তের পরপরই এটি দেখার উত্তম সময়।


গত ৮০০ বছরের মধ্যে এই দুই গ্রহ এতটা কাছাকাছি অবস্থানে আর দেখা যায়নি। ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এমন দৃশ্য দেখা যাবে ।

 

২১ ডিসেম্বর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহ দুটির উপগ্রহগুলোও দেখা যেতে পারে। তবে আপাতদৃষ্টিতে দুই গ্রহকে যতই কাছাকাছি দেখা যাক না কেন, বাস্তবে তাদের মধ্যে কয়েক শ হাজার লাখ মাইলের দূরত্ব বজায় থাকবে। গ্রহ দুটি এতটাই উজ্জ্বল থাকবে যে, গোধূলিতেও আকাশে তাদের দেখা মিলবে। তবে এবার এই যুগলবন্দী দেখতে না পেলে গ্রহ দুটিকে ফের কাছাকাছি অবস্থানে দেখতে ২০৮০ সালের ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

আশা করি সবাই এই মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করবেন । 



শেয়ার করুন

1 comment:

  1. gg prediction for weekend bet365 bet365 gioco digitale gioco digitale 557Whats tombola | Thauberbet

    ReplyDelete