Monday, 14 March 2016

পূর্ণ সূর্যগ্রহণের সৌন্দর্য দেখল ইন্দোনেশিয়াবাসী

ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় বুধবার পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে সময় মুসলিম সম্প্রদায়ের অনেকে ইবাদত-বন্দেগি করেন বিভিন্ন জাতি-গোষ্ঠী তাদের আচার-অনুষ্ঠান পালন করে

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৯ মার্চ ২০১৬ তারিখ স্থানীয় সময় ভোর ছয়টা ১৯ মিনিট (গ্রিনিচ সময় ২৩ টা ১৯ মিনিট) থেকে পৃথিবী সূর্যের মধ্যে যেতে শুরু করে চাঁদ এর প্রায় ঘণ্টাখানেক পর চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন দেশটির পশ্চিম অংশে পূর্ণ সূর্যগ্রহণের দেখা মেলে মুহূর্তেই চারপাশে নেমে এল রাতের অন্ধকার  

বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশ অস্ট্রেলিয়ার কিছু অংশের বাসিন্দারাও আজ আংশিক সূর্যগ্রহণ দেখেছেন  

ধরণীর বুকে পূর্ণ আংশিক সূর্যগ্রহণের এমন সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন দেশের উৎসাহী মানুষ রাস্তায় নেমে আসে কেউ কেউ চলে যায় ছাদসহ উঁচু স্থানে চোখে বিশেষ ধরনের চশমা পরে তারা সূর্যগ্রহণ দেখে পূর্ণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে  


ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে পর্যটকদের ঢল নামে উপলক্ষে তাই ছিল বিশেষ আয়োজন ছিল মজার দৌড় ড্রাগন নৌকার প্রতিযোগিতাসহ নানা উৎসব এই সৌন্দর্য উপভোগ করার জন্য সুদূর যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়ার বেলিতুং দ্বীপে আসেন ৫২ বছর বয়সী পর্যটক ডেনিয়েল অরেঞ্জ তিনি বললেন, ‘এটা অসাধারণ সব মিলিয়ে সূর্যগ্রহণ দেখার ব্যাপারটা ছিল সুন্দর এখানে অনেকে জড়ো হয়েছিলেন যখন পূর্ণ সূর্যগ্রহণ হলো, তখন সবাই উল্লাস করে উঠল



শেয়ার করুন

0 comments: