আকাশে চাঁদ দেখতে কে-না পছন্দ করেন! তবে সেই চাঁদ যদি পৃথিবীর সবচেয়ে কাছ থেকে দেখা যায় তাহলে তো কথাই নেই। আর পৃথিবীর সবচেয়ে কাছ থেকে চাঁদ দেখা যায় প্রতি ১৮ বছর পরপর। আগামী ১৪ নভেম্বরে ২১ শতকের সবচেয়ে বড় আর উজ্জ্বল চাঁদটিকে দেখা যাবে আকাশে। তবে এবারই প্রথম আমাদের এই বাসযোগ্য গ্রহ পৃথিবীর খুব কাছে আসছে সুপার মুন, যা এতটা কাছে আসবে না আর কখনোই। ১৯৪৮ সালের পর এত বড় আর এতটা উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে। পূর্ণিমার চাঁদ যতটা বড় দেখায় তার চেয়ে এবার ১৪ শতাংশ বেশি বড় দেখাবে এই সুপার মুনটিকে। তার উজ্জ্বলতা হবে সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে ৩০ শতাংশ বেশি। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের এই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসার দূরত্বকে ‘পেরিজি’ বলা হয়। এরপর এমন চাঁদ দেখা যাবে ২০৩৪ সালে।
খবর বিভাগঃ
বাংলা নিবন্ধ
সুপার মুন
0 comments: