Thursday 28 November 2019

বিদেশ হতে ৮ ইঞ্চি ব্যাসের প্রতিফলক টেলিস্কোপ কেনার সহজ পদ্ধতি

বিদেশ হতে ৮ ইঞ্চি ব্যাসের প্রতিফলক টেলিস্কোপ কেনার সহজ পদ্ধতি



১. প্রথমে www.amazon.co.uk হতে ভাল মানের টেলিস্কোপ বাছাই করুন । যেমন : 8 inch Zoomion reflector telescope
বাছাই করা সময় লক্ষ্য করুন, টেলিস্কোপটি প্রাইম পন্য কি না এবং www.amazon.co.uk হতে শিপিং করা হবে কি না ।
এই দুইটি শর্ত পূরণ হলে আপনি ইউআরএল লিংকটি কপি করে রাখুন । উদাহরণ স্বরুপ :
https://www.amazon.co.uk/Zoomion-reflector-telescope-astronomers-aperture/dp/B00PZLPIKQ/
পরবর্তীতে ”সেন্ড কার্গো “ প্রতিষ্ঠানটার
sendcargocharge@gmail.com ইমেইল এড্রেসে এই লিংকসহ মেইল করে পাঠান । মেইল করে পাঠানোর সময় লিখুন :
জনাব, এই লিংকের প্রাইম পণ্যটি কিনতে আগ্রহী ।
আমার ফোন নম্বর : …..
যদি পণ্য আপনারা আমাকে কিনে দিতে আগ্রহী হোন তাহলে মোবাইলে জানাবেন বা ইমেইলে জানাবেন ।
বিনীত
( আপনার নাম )
সেন্ড কার্গো প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য :
SendCargo Eastern Mollika Shopping Complex. Shop no-54, level-6 Elephant Road, Dhaka 1205 0171 9009 682
sendcargocharge@gmail.com

Office Hour: Wednesday to Monday - 11AM to 7PM

Weekend: Tuesday

২. দেখা গেলো টেলিস্কোপটির দাম 305 বিট্রিশ পাউন্ড । এবং টেলিস্কোপটির শিপিং ওয়েট 25 কেজি ।
সেন্ড কার্গো-র কর্মীরা হিসেব করে লেখলো যে, টেলিস্কোপটি বাংলাদেশে আপনার বাড়ি পর্যন্ত পৌছাতে প্রায় ৫২,০০০ টাকা খরচ হবে ।
সেন্ড কার্গো-কে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না । আগে শুধু টেলিস্কোপের মূল দাম : ৩৫ হাজার টাকা দিতে হবে । বাকি টাকা টেলিস্কোপ হাতে পেয়ে পরিশোধ করবন ।
১৪ দিনের মধ্যে আপনাকে টেলিস্কোপ তারা সাধারনত সরবরাহ করে থাকে ।
৩০৫ পাউন্ড-এর টেলিস্কোপ প্রায় ৫২ হাজার টাকা কীভাবে হলো, তার ব্যাখ্যা নিচে দেওয়া হলো:
আমরা ১ ব্রিটিশ পাউন্ড সমান ১১৫ টাকা ধরে থাকে ।
লন্ডন হতে মালপত্র আনার জন্য সেন্ড কার্গো প্রতিটা পন্যের কেজি প্রতি ৫৬০ টাকা শিপিং চার্জ রাখে
। যা ডিএইচএল ও ফেডএক্স কোরিয়ার সার্ভিসের চার্জ হতে কয়েক গুণ কম ।
আসুন তাহলে আপনার টেলিস্কোপটার মূল্য হিসেব করি :
১. ৩০৫ পাউন্ড = ৩০৫ গুণ ১১৫ টাকা = ৩৫,০৭৫ টাকা ।
২. ২৫ কেজি ওজনের জন্য শিপিং খরচ = ২৫ গুণ ৬৫০ টাকা = ১৪,০০০ টাকা ।
৩. ট্যাক্স ৩০৫ পাউন্ডের ১০% = ৩,৫০৭ টাকা ।
সর্বমোট : প্রায় ৫২,৫৮২ টাকা লাগবে টেলিস্কোপটা লন্ডন হতে বাংলাদেশে আনার জন্য ।
এভাবে যে কোন জিনিস ও বই সেন্ড কার্গোর মাধ্যমে কিনতে পারবেন ।
বিস্তারিত জানার জন্য সেন্ড কার্গোর ফেসবুক পেজ দেখুন :
https://www.facebook.com/SendCargo/