Sunday 3 December 2017

মাত্র ৩৫ হাজার টাকায় ভাল মানের দূরবীন সংগ্রহ করুন



অনেকেরই শখ দূরবীন দিয়ে আকাশ দেখার কিন্তু বাংলাদেশে ভাল মানের দূরবীন পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে দেখা যায় দাম এক লাখ টাকার বেশি।  

এজন্য আমরা দূরবীন কিনতে আগ্রহী সৌখিন জ্যোতির্বিদদের স্বপ্ন পূরণ করার একটা উদ্যোগ  হাতে নিয়েছি।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দুরবীন celestron astromaster 90 EQ refractor telescope আমরা লন্ডন হতে ৩৫ হাজার টাকায় কেনার সুযোগ করে দিচ্ছি। যারা এটা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন।



celestron astromaster 90 EQ refractor telescope বাংলাদেশ এস্টোনমিক্যাল ইউনিয়নের অফিসিয়াল দুরবীন । যারা এই দুরবীন সংগ্রহ করবেন বা যাদের সংগ্রহে এই দূরবীন আছে – তারা সরাসরি আমাদের সংগঠণের সদস্য হতে পারবেন এবং সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন ।


সৌখিন জ্যোর্তিবিদদের জন্য এটা একটা আদর্শ দূরবীনই নয় যা সাধ্যের মধ্যে দূরবীন সংগ্রহ করার আজন্ম লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেয় । কারণ মহাকাশের সব জ্যোতিষ্ক পর্যবেক্ষণই নয় এটির মাধ্যমে জ্যোতিষ্কদের স্পষ্ট ছবির পাশাপাশি ভূমির ছবি স্পষ্টভাবে দেখা ও তোলা যায় । উপরন্তু এটি সহজে বহনযোগ্য ও সংরক্ষণযোগ্য । যার ফলে যত্র তত্র এটি স্হানান্তর করা যায় ।


দূরবীনটার বিস্তারিত তথ্য জানতে দেখুন : https://www.celestron.com/products/astromaster-90eq-telescope 



আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন :


শেয়ার করুন

0 comments: